শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৩

নাতে রাসুল (সাঃ)

মনটা যদি হইতো পুবাল হাওয়া
হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারই পথে
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর

মনের মিনার উতল নিরবধী
কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি
রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর

মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও
আমার সালাম নবীর দেশে দিও
তাঁর বিরহে দু'চোখ ভাসে জলে নিরন্তর
যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর


          কথা ও সুরঃ মতিউর রহমান খালেদ

৫০তম জন্মবার্ষিকীতে সিক্ত হলেন খ্যাতিমান কথা সাহিত্যিক সেলিম আউয়াল

গল্পকার সেলিম আউয়াল
 সুহৃদ, সহকর্মী আর শুভার্থীদের ভালোবাসায় ৫০তম জন্মবার্ষিককীতে সিক্ত হলেন সিলেটের খ্যাতিমান কথা সাহিত্যিক সাংবাদিক সেলিম আউয়াল। সিলেটের বিভিন্ন স্তরের লেখক, কবি, সাহিত্যিক, শুভার্থী ও সুধীজন হৃদয়জ ভালোবাসায় বরণ করে নেন তাদের এই প্রিয় লেখককে। সন্ধ্যা থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে মধ্যরাত পর্যন্ত। তাকে শুভেচ্ছা জানাতে নগরীর পাশাপাশি সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে লেখক, কবি, সাহিত্যিকরা জড়ো হন দরগাগেইটস্থ হোটেল হলিসাইডের কনফারেন্স হলে। অনুষ্ঠানে বক্তারা বলেন, সেলিম আউয়াল একজন সাদা মনের মানুষ। তরুণ প্রজন্মের লেখক-সাংবাদিকদের নীরব উৎসাহদাতা। একজন লেখক সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন যাবত সিলেটে সরবে কাজ করে যাচ্ছেন। বক্তারা বলেন, সেলিম আউয়ালের মতো নীতি নিষ্ট সৎ ও নির্লোভ মানুষ এই সময়ে পাওয়া সত্যিই বিরল। সিলেটের গল্প-সাহিত্য ও সাংবাদিকতায় তিনি দীর্ঘদিন যাবত বলিষ্ট ভূমিকা রাখছেন। বক্তারা এই লেখকের সুদীর্ঘ বর্নাঢ্য জীবন কামনা করেন।