বুধবার, ৯ জানুয়ারি, ২০১৩

কবি আফজাল চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভা

বুধবার কল্যাণব্রতের কবি খ্যাত অধ্যক্ষ কবি আফজাল চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে  স্মরণ সভা অনুষ্টিত হয়।
ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্য কবি কালাম আজাদের এর সভাপতিত্বে ও মাসিক আল ইসলাহ সম্পাদক কবি নাজমুল আনসারীর পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য কবি, বিশিষ্ট শিাবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. আহমদ আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর সভাপতি হারুনুজ্জামান চৌধুরী।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেমুসাস এর সহসভাপতি সৈয়দ মুহিবুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুল হক মানিক। ফাউন্ডেশনের সদস্য সচিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা শাহ নজরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গল্পকার সেলিম আউয়াল, মাসিক শাহজালাল সম্পাদক গবেষক রুহুল ফারুক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মাশুকুর রহমান, মাসিক বিশ্ববাংলা সম্পাদক কবি মুহিত চৌধূরী, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক আব্দুল হান্নান সেলিম, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবিব, লেখক ও সংগঠক আহমদ মাহবুব ফেরদৌস প্রমুখ।
নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত স্মরণ সভায় কবি পুত্র ও মদন মোহন কলেজ এর প্রভাষক জিন্নুরাইন চৌধুরী এবং কবির জামাতা ও সিলেট সংস্কৃতি কেন্দ্রের পরিচালক জাহেদুর রহমান চৌধুরীর পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানানো হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন